
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ অঞ্চলের গুর্মির চক এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে উত্তরভাগ এলাকা থেকে পুলিশ খবর পায়, একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসছে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার হয়েছে। তাতে কিছু কাগজ পাওয়া গিয়েছে। কাগজে ওই ব্যক্তির নাম ও ফোন নম্বর পাওয়া যায়। পুলিশ সেই নম্বরে বাড়িতে ফোন করলে জানা যায়, ওই ব্যক্তির নাম মুকুল হালদার। বাড়ি নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া অঞ্চলের তেঁতুলবেড়িয়া এলাকায়।
পরিবারের লোকজন বারুইপুর মহকুমা হাসপাতালে এসে মৃত মুকুল হালদারকে শনাক্ত করেন। পরিবার সূত্রে খবর, মুকুল মোবাইল ব্যবসায়ী ছিলেন। উত্তরভাগ গুরমীর চক এলাকায় পাঁচ কাঠা জমি কিনেছিলেন। ২৫ ডিসেম্বর তিনি গড়িয়া থেকে উত্তরভাগে আসেন। ২৬ ডিসেম্বর রাতে শেষ ফোনে তাঁর সঙ্গে কথা হয় পরিবারের। তারপর আর যোগাযোগ করা যায়নি।
পরিবারের লোকেদের দাবি, যেহেতু মুকুল হালদারের শরীরে আঘাতে চিহ্ন ছিল, তাই কেউ খুন করেছে বলে মনে হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পুকুর পাড়ে মুকুলবাবুর জুতো ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। বারুইপুর থানার পুলিশ মুকুল হালদারের দেহ ময়নাতদন্তে পাঠায় এবং এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।