নেইমার দলে থাকলে খেলবেন না তিনি, পিএসজির সামনে কঠিন শর্ত রাখল এমবাপে

ফিফা বিশ্বকাপ ২০২২-এ খেলার দশ দিনের মাথায় প্যারিস সাঁ জাঁ (পিএসজি)-র হয়ে খেলতে নামবেন এমবাপে কিন্তু তার আগে পিএসজির ম্যানেজমেন্টকে তিনটি শর্ত দিয়েছেন এই তরুণ ফুটবলার। তিনি পিএসজি-কে জানিয়ে দিয়েছেন তাঁকে দলে রাখতে হলে রিলিজ করতে হবে নেইমারকে।
নেইমারের যদি এই দলে খেলেন তা হলে তিনি দল ছাড়বেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ওকে ডাইয়ারিও-এ এমন খবরই প্রকাশিত হয়েছে।২০২৪-২৫ মরসুম পর্যন্ত পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি থাকলেও সেই চুক্তিতে একটি শর্ত এ-ও রয়েছে তিনি চাইলে অন্য ক্লাবে যেতে পারেন এবং তখন তাঁকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।
এমনও শোনা যাচ্ছে পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণ করার সময়ে ক্লাবের পক্ষ থেকে যে কথা তাঁকে দেওয়া হয়েছিল সেই কথা নাকি ক্লাব রাখেনি এবং সেই কারণে নিজেকে প্রতারিত মনে করছেন এমবাপে এবং সেই কারণেই তিনি ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন। ক্লাবকে আরও একটি সুযোগ দিয়েছেন এমবাপে তাঁকে ধরে রাখার জন্য কিন্তু এই ক্ষেত্রে একাধিক কঠিন শর্ত তিনি রেখেছেন।