Friday, April 19, 2024
spot_img
Homeকলকাতাবোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

বোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

স্টাফ রিপোর্টার : শুক্রবার প্রধান মন্ত্রীর হাত ধরে হাওড়ায় উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু যাত্রী নিয়ে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে ১ জানুয়ারি।রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপ্রেসে এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্যে ভাড়া হবে ৩২৫০ টাকা।

বোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে।এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া হতে চলেছে ১৮৬৯ টাকা। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্যাবস্থা রয়েছে।রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্যে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফরাক্কা এবং মালদহ। সোমবার বন্দে ভারত এক্সপ্রেসের সফল ট্রায়াল হয়েছে।

বোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছয় ট্রেনটি।এদিকে প্রধানমন্ত্রী আসার আগে সাজ সাজ রব গোটা হাওড়া স্টেশন চত্বর জুড়ে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন । হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। হাওড়া স্টেশন চত্বর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে। পড়ছে নীল-সাদা রঙের প্রলেপ।

বোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া ব্রিজকেও ।মঙ্গলবার দুপুরে স্পেশাল প্রটেকশন গ্রুপের পদস্থ অফিসাররা হাওড়া সিটি পুলিশের কমিশনার এবং আরপিএফ এর পদস্থ কর্তাদের সঙ্গে হাওড়া স্টেশন পরিদর্শন করেন। এদিন উপস্থিত ছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জইন এবং জেলাশাসক মুক্তা আর্য।

বোলপুর সহ তিন স্টেশনে থামবে বন্দে ভারত, নূন্যতম ভাড়া প্রায় ১৯০০ টাকা

পুলিশ সূত্রে খবর, আগামী শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Most Popular