
বিশ্ব সমাচার, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার জেলা পুলিশ ১৪টি থানা এলাকা থেকে চুরি ও খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফোন তুলে দেওয়া হল। মোট ৩৭০টি ফোন উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে ৩১২টি ফোন পৈলান পুলিশ সুপার অফিস থেকে ন্যায্য প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।
বাকি মোবাইল ফোনগুলি অন্যান্য থানা প্রাপকদির হাতে তুলে দেওয়া হবে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক ব্যানার্জি মঙ্গলবার সাংবাদিকদের এই খবর দেন।