
স্টাফ রিপোর্টার : বন্ধ হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজেকেএওয়াই)। দেশের ৮০ কোটি মানুষ আর প্রতি মাসে বিনামূল্যে ৫ কিলোগ্রাম গম পাবেন না। প্রায় দু’ বছর ধরে চলা এই প্রকল্পকে আর দীর্ঘায়িত করতে চায় না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মোদী মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে গরিব মানুষদের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে বিনামূল্যে রেশন যেমন দেওয়া হত, সেটা চলবে বলে জানিয়েছে কেন্দ্র।এই সংক্রান্ত বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘আমরা সবাই জানি, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায়। ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়।
এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আর যাঁরা অন্নদাতা যোজনার অধীনে ৩৫ কেজি (২১ কেজি চাল এবং ১৪ কেজি গম) পেতেন, তাঁরা এটা বিনামূল্যেই পাবেন।
বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্র এখন প্রায় ২ লক্ষ কোটি টাকার বোঝা বহন করবে।’’ তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এ বার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।