
স্টাফ রিপোর্টার : কলকাতায় শীতের আমেজ কার্যত গায়েব। কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। সোমবারের থেকে মঙ্গলবারে আরও বাড়ল তাপমাত্রার পারদ। তবে এবার কিছুটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ তারিখ থেকে ফের একবার রাজ্যে কামব্যাক করতে চলেছে শীত। অর্থাৎ নিউ ইয়ার ইভ এবং নিউ ইয়ারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। শহর কলকাতার তাপমাত্রার পারদ নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসেও।