
বান্টি মুখার্জি, ক্যানিং: নার্সের স্কুটিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল গড়িয়ার অবন্তীপুরে। একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত নবমিতা বৈদ্য কাজ সেরে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন। অন্যান্য দিনের মতো নিজের স্কুটিটি রেখে বাড়িতে চলে গিয়েছিলেন।
রাত আড়াইটে নাগাদ প্রতিবেশীর ফোন পেয়ে বাড়ির বাইরে এসে দেখেন, তাঁর স্কুটিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে। পাশে থাকা আরেকটি বাইকও ক্ষতিগ্রস্ত হয় আগুনের লেলিহান শিখায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে একদল লোক মদ্যপানের আসর বসায়। তাদেরই কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।