
সংবাদ সংস্থা : ১২ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর ঘোষণা করল ত্রিপুরা সরকার।সেইসঙ্গে পেনশনভোগীদের ১২ শতাংশ ডিয়ারনেস রিলিফও (ডিআর) বাড়ানো হয়েছে। মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘(রাজ্য সরকারি) কর্মচারীদের ১২ শতাংশ ডিএ/ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার।
সেইসঙ্গে ডিআরডব্লুউ, এমআরডব্লুউ পিটিডব্লুউ এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে ১৯৪,০০০ জন/পরিবার লাভবান হবেন। সেইসঙ্গে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।’
ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে বর্ধিত ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এতদিন আট শতাংশ হারে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ বা ডিআর পেতেন। যা এখন বেড়ে দাঁড়াল ২০ শতাংশ।