
স্টাফ রিপোর্টার : প্রায় এক বছর হল দলীয় নেতৃত্বের কেউ তাঁর খোঁজ খবর রাখেন না। এই অভিমান এবং ক্ষোভে দল ছাড়ার কথা ঘোষণা করলেন বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি বিপ্লব ওঝা।দল ছাড়ার আগে বিপ্লবের ঘোষণা, ‘‘আমি সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই সিদ্ধান্ত আমার কাছে ভীষণ দুঃখের। তবু নিতে হচ্ছে।
আমি ২০০৯ সাল থেকে আজ, মঙ্গলবার পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম। আজ সাংবাদিক বৈঠক করে বলছি, আমি দল ছাড়ছি। এর পিছনে অনেক কারণ আছে।’’ তিনি বলেন, ‘‘তৃণমূলের কাছে আমার আর কোনও মূল্য কিংবা গ্রহণযোগ্যতা নেই। দলীয় কর্মসূচি, বৈঠক কোথাও আমাকে আমন্ত্রণ করা হয় না। আমার অনেক অনুগামী আছেন। শুভাকাঙ্খী আছেন। তাঁরা এ নিয়ে আমায় প্রশ্ন করেন।
কিন্তু আমার কাছে এর সঠিক উত্তর নেই।’’ অসম্মানিত হয়েই তিনি তৃণমূল ছাড়লেন বলে জানান বিপ্লব।তবে দল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দেন তৃণমূলের জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা। মঙ্গলবার বিকেলে নলহাটিতে বিজেপির সভায় বিপ্লববাবুর হাতে পুষ্পস্তবক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন বিপ্লব ওঝা।