খবরজেলা

কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রম মঠে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ: মঙ্গলবার কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রম মঠে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই শিবিরের কাজ চলে।

শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কাকদ্বীপ ভারত সেবা সংঘের মহারাজ স্বামী অদ্বৈতমনানন্দ এদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান। বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ইসিজি, ইকো পরীক্ষা করা হয় রোগীদের। স্বাস্থ্যসাথী প্রকল্পে গলব্লাডার স্টোন, হার্নিয়া,

কোমর, হাঁটু, হার্ট অপারেশনের ব্যবস্থাও রয়েছে বলে জানান কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রম মঠের ট্রাস্টি বোর্ডের সভাপতি বীরেশচন্দ্র মণ্ডল ওরফে ব্রজবিনোদ দাস অধিকারী। তিনি বলেন, প্রতি ইংরেজি মাসের শেষ মঙ্গলবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন এই মঠের পক্ষ থেকে করা হবে।

Related Articles

Back to top button
error: Content is protected !!