খবরজেলা

আবাসে নাম বাদ যাওয়ায় সিপিএমের বিক্ষোভ পাথরপ্রতিমার বিডিও অফিসে

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: আবাস যোজনা তালিকায় নাম না থাকার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখানো হয় পাথরপ্রতিমার বিডিও অফিসে। বিক্ষোভ দেখান সিপিএম কর্মী- সমর্থকরা। এ বিষয়ে পাথরপ্রতিমা ব্লক সিপিআইএম নেতা সত্যরঞ্জন দাস জানান, এই অর্থবর্ষে পাথরপ্রতিমা ব্লকে আবাস যোজনা নামের তালিকায় মোট ২১ হাজার উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছিল।

প্রথম ধাপে পাঁচ হাজার নাম বাদ গিয়ে রয়েছে ১৬ হাজার উপভোক্তার নাম। পরে চূড়ান্ত ভাবে এই তালিকায় ১৪ হাজার উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। সেই কারণে আবাস যোজনা তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। যাঁদের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের নাম নতুনভাবে যুক্ত করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল।

যার ফলে বিডিও নতুনভাবে আবাস যোজনা এবং বার্ধক্য ভাতার আবেদনপত্র গ্রহণ করেছেন। কিন্তু রিসিভ কপি দিতে অস্বীকার করেছিলেন। আন্দোলনের চাপে নতিস্বীকার করে বিডিও সবাইকে রিসিভ কপি দিতে স্বীকার করেছেন বলে ব্লক সিপিআইএম নেতা সত্যরঞ্জন দাস জানান।

এ বিষয়ে পাথরপ্রতিমার বিডিও রথীনচন্দ্র দে জানান, অফিসে কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। সেগুলি গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!