খেলা
অনির্দিষ্টকালের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিশ্রামে কোহলি

সংবাদ সংস্থা : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিশ্রাম নিতে চলেছেন বিরাট কোহলি। বোর্ড সূত্রে খবর, টি-২০ ক্রিকেটের ঠাসা ও দ্রুত ক্রীড়াসূচি থেকে কিছুটা বিরতি নিতে চান বিরাট কোহলি। জানা যাচ্ছে, বিরাট ২০২৩ সালের আইপিএল-এর আগে টি-২০ ক্রিকেট খেলবেন না। সরাসরি আইপিএ খেলবেন তিনি।
এরবদলে তিনি শুধুমাত্র ওডিআই ও টেস্ট খেলবেন ভারতের হয়ে। অন্যদিকে রোহিত শর্মাও শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না কারণ তাঁর আঙুলে চোট সারেনি।২০২৩ সালের আইপিএ-এর আগে ভারতীয় দল ৬টা টি-২০ ম্যাচ খেলবে। সেখানে পুরো তরুণ দল খেলানো হবে। নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। ফলে এই ম্যাচগুলিতে সিনিয়ররা না খেললে তরুণরা সুযোগ পাবেন বলে খবর।