খেলা

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পাবেন শেন ওয়ার্ন পুরস্কার, সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

সংবাদ সংস্থা : বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এখন থেকে পাবেন শেন ওয়ার্ন পুরস্কার।সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। চলতি বছরের মার্চে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। ওয়ার্নের ঘরের মাঠ মেলবোর্নে সোমবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট।

ওয়ার্নের স্মরণে এবারের বক্সিং ডে টেস্টে একাধিক আয়োজন করেছে সিএ। ওয়ার্নের মতো ফ্লপি হ্যাট পরে টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীতে দাঁড়ান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।মাঠের মধ্যে ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর ‘৩৫০’ আঁকা ব্যানারও ছিল।

ওয়ার্নের মৃত্যুর পর এমসিজির সাউদার্ন গ্যালারির নাম দেওয়া হয় ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’। ২০০৬ সালে সিএ’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছিলেন ওয়ার্ন। ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট আছে ওয়ার্নেরই। আগামী ৩০ জানুয়ারি ঘোষিত হবে এবারের সিএ’র ক্রিকেট অ্যাওয়ার্ড।

Related Articles

Back to top button
error: Content is protected !!