খবরবিনোদন

পার্টিতে বন্ধুর হাত ধরে বেসামাল অজয়-কাজলের মেয়ে! নিন্দে নেটদুনিয়ায়

সংবাদ সংস্থা : বড়দিনের রাতে মুম্বইয়ের রাস্তায় বেসামাল অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসাকে।এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।ভিডিওয় গোলাপি রঙের গাউনে দেখা যাচ্ছে নাইসাকে। যা ছাপিয়ে দেখা যাচ্ছে কালো অন্তর্বাস।

কাছের বন্ধু ওরহান আত্রামানির হাত ধরে হাঁটছিলেন নাইসা। দু’জনে কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছিলেন না। নাইসার পা জোড়াও বেশ টলমলে মনে হচ্ছিল। এতেই চটেছেন নেটিজেনরা।নাইসার এই ভিডিওতে লেখা হয়েছে, “বাবা-মা এত কষ্ট আর পরিশ্রম করে খ্যাতি পেয়েছেন তা সন্তানরা মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওতেই নষ্ট করে দিচ্ছে”।

নাইসার বন্ধুকে দেখে আবার এখন লিখেছেন, “একে তো দেখেই নেশাড়ু মনে হচ্ছে।” অজয়-কাজলের কন্যার পোশাকের শালীনতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!