
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: সোমবার পাথরপ্রতিমায় লক্ষ্মীজনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের সোনালি সংঘের বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা। তিনি উদ্বোধনী ভাষণে বলেন, ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ খ্যাত সমৃদ্ধি মাইতি পাথরপ্রতিমা রাজ্যের গর্ব।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো অনেক সমৃদ্ধি উঠে আসবে। যা আগামী দিনে পাথরপ্রতিমা রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডান্স ডান্স জুনিয়র থ্রি খ্যাত সমৃদ্ধি মাইতি ও তার বাবা, মা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।