Friday, April 19, 2024
spot_img
Homeদেশকাল থেকে ফের বাড়ছে দুধের দাম

কাল থেকে ফের বাড়ছে দুধের দাম

সংবাদ সংস্থা : ফের একবার দুধের দাম বৃদ্ধি করল মাদার ডেয়ারি৷ কাল থেকে মাদার ডেয়ারির দুধের দাম ২ টাকা করে বাড়তে চলেছে৷ চলতি বছরে এই নিয়ে পাঁচবার দুধের দাম বৃদ্ধি করার ঘোষণা করল মাদার ডেয়ারি৷

কাল থেকে ফের বাড়ছে দুধের দাম

সংস্থার ফুল ক্রিম, টোন্ড, ডবল টোন্ডের দামও বাড়ানো হয়েছে৷ দুধের অন্যান্য প্যাকেটের দাম বাড়নো হয়নি৷ সংস্থা জানিয়েছে, গরুর দুধ ও টোকেন দুধের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷

Most Popular