কলকাতাখবররাজ্য

কলকাতায় শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান

স্টাফ রিপোর্টার : সোমবার শুরু হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান।এদিন ভোর ৫ টা ৫০ মিনিটে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। তারপর বেলা ১ টা ৪৭ মিনিট নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।

একটি মহলের দাবি, ট্রায়াল রানের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দুপুর ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের পৌঁছানোর কথা ছিল।তবে তারপর সামান্য ‘লেট’ হলেও চিন্তিত নয় সংশ্লিষ্ট মহল।নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছানোর পর রেলের এক আধিকারিক জানান, আপাতত মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।

দ্রুত সেই গতিবেগ বাড়িয়ে ১৩০ কিমিতে নিয়ে যাওয়া হবে। মালদা পর্যন্ত ট্র্যাকের মান বাড়ানো হলেই তিন-চার মাসের মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত সর্বাধিক ১৩০ কিমিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।বিষয়টি নিয়ে রেলের ওই আধিকারিক জানিয়েছেন, কত ভাড়া হবে, সে বিষয়ে এখনও বিষয়ে এখনও তথ্য আসেনি।

সেইসঙ্গে তিনি জানান, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কোথায় কোথায় দাঁড়াবে, তা এখনও নির্ধারিত হয়নি।আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর হাতে ট্রেনের উদ্বোধন হতে পারে।

Related Articles

Back to top button
error: Content is protected !!