Monday, December 4, 2023
Homeদেশকর্নাটকে কড়া করোনা বিধি, কোভিডবিধি জারি হিমাচলেও

কর্নাটকে কড়া করোনা বিধি, কোভিডবিধি জারি হিমাচলেও

সংবাদ সংস্থা : করোনা রুখতে একাধিক নয়া নিষেধাজ্ঞা জারি করল কর্নাটক সরকার। রেস্তরাঁ, পাব, থিয়েটার, স্কুল, কলেজে মাস্ক বাধ্যতামূলক করা হল। এমনকী জানিয়ে দেওয়া হল বিধিনিষেধ মেনে বর্ষবরণের অনুষ্ঠান চলবে রাত একটা অবধি। তবে বর্ষবরণের অনুষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক।কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, ‘‌আতঙ্কিত হবেন না। করোনা রুখতে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।’‌

কর্নাটকে কড়া করোনা বিধি, কোভিডবিধি জারি হিমাচলেও

অন্তঃসত্ত্বা মহিলা, শিশু ও বয়স্ক নাগরিকদের অতিরিক্ত মানুষের মাঝে না যাওয়ার কথাই বলা হয়েছে। এমনকী স্কুল, কলেজে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া হয়েছে। টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে স্কুল, কলেজে আসার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলে দিয়েছেন, ‘‌প্রয়োজনে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করা হবে। তবে খেয়াল রাখা হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন থমকে না যায়।’‌

কর্নাটকে কড়া করোনা বিধি, কোভিডবিধি জারি হিমাচলেও

অন্যদিকে, মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা হিমাচলে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনও ভাবেই যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।

কর্নাটকে কড়া করোনা বিধি, কোভিডবিধি জারি হিমাচলেও

রাজ্যের পুলিশ ড্রোনের মাধ্যমে পর্যটকদের আনাগোনায় নজরদারি চালাচ্ছে।হিমাচলে কোভিড পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। দিনে গড়ে ২ থেকে ৩ জন করে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবু উৎসবের মরসুমে সতর্ক সরকার।

Most Popular