
স্টাফ রিপোর্টার : এবার ভুয়ো শিক্ষকের তালিকায় উঠে এল তৃণমূল নেতার স্ত্রীর নাম। জানা গিয়েছে, হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা তথা খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হকের স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে ভুয়ো শিক্ষকের তালিকায়।ওএমআর তালিকা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে।নমিতা বর্তমানে চাকরি করেন গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে।
২০১৯ সাল থেকে চাকরি করছেন তিনি। পর্ষদের প্রকাশ করা তালিকায় ৮৬ নম্বরে নাম রয়েছে নমিতার। তালিকা প্রকাশে অস্বস্তিতে পড়েছে শাসকদল। বিরোধীদের অভিযোগ, স্বামী তৃণমূল নেতা। তাঁরই প্রভাবে কি এই চাকরি? কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে এই চাকরি, অভিযোগ করছে বিরোধী শিবির।
স্থানীয় বিজেপি নেতা বলেন, “তৎকালীন তৃণমূল বিধায়ক এখানকার অনেক তৃণমূল নেতা, তাঁদের আত্মীয়দের চাকরি করিয়ে দিয়েছেন। শুধু এই তৃণমূল নেতাই নয়। কয়েক হাজার কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে। ” অন্যদিকে, এলাকার সিপিএম নেতা ভাস্কর রায় বলেন,
যে শূন্য পেয়েছে সেও নিয়োগ পেয়েছে। কাগজে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছ নিয়োগপত্রে কারও সাক্ষর নেই। এসব তৃণমূলের পক্ষেই সম্ভব।এই নিয়ে অবশ্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাননি। তাঁদের বক্তব্য, যা বলার রাজ্য নেতৃত্বই বলবে।