Friday, April 19, 2024
spot_img
HomeUncategorizedএকেরপর এক উইকেটের পতন, দ্বিতীয় ইনিংসে ঘোর বিপদে ভারত

একেরপর এক উইকেটের পতন, দ্বিতীয় ইনিংসে ঘোর বিপদে ভারত

সংবাদ সংস্থা : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় টেস্টে কিছুটা হলেও চাপের মুখে ভারত। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। জয়ের জন্য এখনও ১০০ রান তুলতে হবে ভারতকে। হাতে রয়েছে ৬ উইকেট। উইকেটে যেভাবে বল ঘুরছে এই রান তুলতেও সমস্যায় পড়তে হতে পারে ভারতকে।

একেরপর এক উইকেটের পতন, দ্বিতীয় ইনিংসে ঘোর বিপদে ভারত

দ্বিতীয় ইনিংসে ভারতকে ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ১২ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। সাকিব আল হাসান পেয়েছেন ১ উইকেট। ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল (২৬) ও জয়দেব উনাদকাট (৩)।বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জাকির হাসান (৫১) লিটন দাস (৭৩) নুরুল হাসান (৩১) ও তাসকিন আহমেদ (৩১) ছাড়া কেউ তেমন রান পায়নি।

একেরপর এক উইকেটের পতন, দ্বিতীয় ইনিংসে ঘোর বিপদে ভারত

ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৩টি, সিরাজ ২টি, রবিচন্দ্রন অশ্বিন ২টি, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট ১টি করে উইকেট পান।জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় পরে ভারত তৃতীয় ওভারেই সাকিবের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট লোকেশ রাহুল (২)।

একেরপর এক উইকেটের পতন, দ্বিতীয় ইনিংসে ঘোর বিপদে ভারত

এরপর অষ্টম ওভারের প্রথম বলেই চেতেশ্বর পুজারাকে (৬) তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ২৯ সালের মাথায় তাঁর বলেই স্টাম্পড হন শুভমান গিল (৭)। শেষ বেলায় বিরাট কোহলির (১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

Most Popular