
সংবাদ সংস্থা : তীর্থযাত্রী বোঝাই গাড়ি উলটে মৃত্যু হল আট জনে ।ঘটনাটি ঘটেছে, কেরালা-তামিলনাড়ু সীমানার কাছে কুমিলিতে।কুমুলি পাসের কাছে বাঁক ঘুরতে গিয়েই গাড়িটি উলটে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। কেরালার বিখ্যাত শবরীমালা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল গাড়িটি।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় আট তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু সহ আরও দুইজনকে। হতাতর সকলেই তামিলনাড়ুর থেনি-আন্দিপেট্টির বাসিন্দা। পুলিশে সূত্রে খবর, পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা।
আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।