
সংবাদ সংস্থা : কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক বাধ্যতামূলক করা হল পাঞ্জাবে।যে কোনও জমায়েত ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে মুখে মাস্ক পরার বিধি কার্যকর করা হয়েছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সংক্রমণ মোকাবিলায় কঠোর ভাবে যাতে কোভিডবিধি পালন করা হয়,
সে দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।পাশাপাশি করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। কারও কোভিডের উপসর্গ থাকলে তাঁর দ্রুত পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।