খবরজেলা

শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে মিছিল বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: শিক্ষাসংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে শনিবার বিকালে বারুইপুর এলাকায় একটি মিছিল বের করা হয়। এই সংস্থার এক সদস্য জানান, শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই মিছিল হচ্ছে। মিছিলের উদ্দেশ্য দুর্নীতি, রাজনীতি, তোষণ, বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষা ব্যবস্থা।

এই মিছিলে পা মেলান ছাত্র-যুব, শিক্ষক, অধ্যাপক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই নিয়ে বারুইপুর মহাকুমা শাসক অফিসের সামনে একটি অবস্থান বিক্ষোভ হয়। তা চলে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। অবস্থান-বিক্ষোভে প্রত্যেক বক্তাই বলেন, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে আর বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যা দুর্নীতি চলছে,

তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে, এগিয়ে আসতে হবে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য পদে বসানোর যে পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

Related Articles

Back to top button
error: Content is protected !!