
স্টাফ রিপোর্টার : সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ৯৫২ জনের তালিকা প্রকাশ করে। অভিযোগ উঠেছে, এদের ওএমআর শিটগুলির সঙ্গে প্রাপ্ত নম্বরের গরমিল রয়েছে। জানা গিয়েছে, এই তালিকায় এবার নাম পাওয়া গিয়েছে এক তৃণমূল কাউন্সিলরের। ওই তৃণমূল কাউন্সিলরের নাম কুহেলি ঘোষ। তিনি রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই কাউন্সিলর ২০১৮ সালে সোনারপুর থানার অন্তর্গত চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ওবিসি বি ক্যাটাগরিতে স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। এমনটাই দাবি করা হয়েছিল সেই সময়। তবে ভুয়ো শিক্ষকের তালিকায় নাম উঠে আসায় বিপাকে পড়েছেন তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে যথেষ্ট সরগরম এলাকার রাজনীতি।
এই ঘটনায় তৃণমূলকে এক হাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘শুধু কাউন্সিলর নয়, মন্ত্রীর মেয়েও জড়িত। এর সঙ্গে কালীঘাট, নবান্নের যোগ রয়েছে।’ বিজেপি নেতা তথা জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্যর দাবি, ‘তৃণমূলের আমলে সবকিছুই ভুয়ো। ডাক্তার থেকে শিক্ষক এই ভুয়োদের তালিকায় সবই আছে।
রক্ষকই হল ভক্ষক। গোটা রাজ্যজুড়ে শাসকদলের নেতা এবং কর্মীদের আত্মীয়দের চাকরি দেওয়া হয়েছে। তা ভুয়ো শিক্ষকের তালিকায় প্রকাশ্যে এসেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে বিজেপি আরও বৃহত্তর আন্দোলনে নামবে।’