খবরদেশ

বিনামূল্যে রেশন আরও এক বছর, ঘোষণা কেন্দ্রের

সংবাদ সংস্থা : আরও একবছর বিনামূল্যে রেশন পাবে ৮১ কোটি ৩৩ লক্ষ ভারতবাসী। ঘোষণা কেন্দ্রের।২০২৩ সালের জানুয়ারি মাস থেকে গোটা বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীদের। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই প্রকল্পের সমস্ত ব্যয়ভার কেন্দ্র একক ভাবে বহন করবে।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ৮১.৩৫ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের সময় আরও এক বছরের জন্য বাড়িয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্রদের বিনামূল্যে রেশন দিতে প্রায় দুই লক্ষ কোটি টাকা খরচ হবে, কেন্দ্রীয় সরকার এর পুরো বোঝা বহন করবে।আগে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় শস্য কেনার জন্য সামান্য হলেও টাকা দিতে হত গ্রাহকদের।

কেজি প্রতি চালের দাম দিতে হত ৩ টাকা করে। কেজি প্রতি গমের জন্য দু’টাকা করে দাম দিতে হত। অন্যান্য খাদ্যশস্যের জন্যও সামান্য হলেও মূল্য দিতে হত গ্রাহকদের। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। এই খাদ্যশস্য আগামী একবছরের জন্য পুরোপুরি বিনামূল্যে দেবে কেন্দ্র।

Related Articles

Back to top button
error: Content is protected !!