
সত্যজিৎ মণ্ডল, ভাঙড়: মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে ভাঙড়ে আইএসএফকে পাঁচ মিনিটে গুঁড়িয়ে দেব। শনিবার প্রকাশ্য মঞ্চ থেকে ঠিক এই ভাষায় হুঁশিয়ারি দিলেন ভাঙড় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। এদিন ভাঙড়ের গাজিপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধিক্কার মিছিল ও সভা করেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কয়েকহাজার দলীয় কর্মী এদিনের এই মিছিলে পা মেলান।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের উদ্যোগে এদিনের এই সভা হয়। সেখানে আরাবুল ইসলাম সহ উপস্থিত ছিলেন যুব নেতা হাকিমুল ইসলাম, শক্তিপদ মণ্ডল, প্রদীপ মণ্ডল, সোমনাথ বণিক সহ অন্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের যাদবপুর ডায়মন্ডহারবার সাংগঠনিক যুব সভাপতি সোমনাথ বণিক বলেন, ভাঙড়ে আইএসের বাড়বাড়ন্ত এক নিমেষে শেষ হয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে যুব তৃণমূলের সৈনিকরাই পাঁচ মিনিটে আইএসএফকে গুঁড়িয়ে দেবে। সামনের পঞ্চায়েত ভোটে ভাঙড়ে আইএসএফ বলে কিছু থাকবে না। যুব সভাপতির এমন বক্তব্যকে সমর্থন জানিয়ে আরাবুল ইসলাম বলেন, উনি বক্তব্য রাখতে গিয়ে এমন বলেছেন।
পাঁচ মিনিট সময় দিলে সাংগঠনিক ভাবে আমরা এখানে ভালো কিছু করবো। বিধানসভা ভোটে মানুষ যে ভুল করেছিল, পঞ্চায়েত ভোটে সেই ভুল আর করবে না।এই বক্তব্য প্রসঙ্গে এলাকার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ওটা সংবিধান বিরোধী বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার চেষ্টা করছেন এমন বক্তব্য রেখে। এই সব বক্তব্য দিয়ে এলাকার মানুষকে তাতানোর চেষ্টা চলছে। মানুষ আইএসএফের সঙ্গেই আছে।