খবরদেশ

দিল্লিতে পৌঁছল কংগ্রেসের ভারত জো়ড়ো যাত্রা, হাঁটলেন সনিয়া, কমল হাসন, প্রিয়ঙ্কা

সংবাদ সংস্থা : কংগ্রেসের ভারত জো়ড়ো যাত্রা প্রবেশ করল রাজধানীতে।শনিবার ভোরে উত্তরপ্রদেশের ফরিদাবাদ থেকে দিল্লিতে প্রবেশ করে যাত্রা। বদরপুর সীমানায় রাহুলদের জন্য অপেক্ষা করছিলেন দিল্লির প্রদেশ সভাপতি অনিল চৌধুরী। তিনি উত্তরীয় পরিয়ে রাহুল-সহ নেতৃত্বকে দিল্লিতে স্বাগত জানান। ওঠে রাহুল গান্ধী জিন্দাবাজ স্লোগান।

তার পর পায়ে পায়ে এগিয়ে যায় কংগ্রেসের পদযাত্রা।এ দিন রাহুলে পাশে হাঁটতে দেখা যায় অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসনকে। এ ছাড়াও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা, জয়রাম রমেশ, রণদীপ সিংহ সূরযেওয়ালা, কুমারী শৈলজা, পবন খেরা, ভূপিন্দর সিংহ হুডা প্রমুখকে দেখা যায় পদযাত্রায় হাঁটতে।

কংগ্রেস সূত্রে খবর, শনিবার বিকেলে ভারত জোড়ো যাত্রা পৌঁছবে লালকেল্লার ফটকে। সেখানে ৯ দিনের বিরতি ঘোষিত হবে। আগামী ৩ জানুয়ারি একই জায়গা থেকে ফের শুরু হবে পদযাত্রা।

Related Articles

Back to top button
error: Content is protected !!