
স্টাফ রিপোর্টার : ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল গল্ফগ্রিন থানার পুলিশ। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।বড়দিন এবং নতুন বছর কেন একা কাটাবেন? সঙ্গী অথবা সঙ্গিনীর বন্দোবস্ত করব আমরা। একটি ডেটিং অ্যাপে এমনই প্রতিশ্রুতি দেওয়া হত। ওই ডেটিং অ্যাপের তরফে জানানো হয়, কাউকে পছন্দ হলে সাক্ষাতের বন্দোবস্তও করে দেবে তারা।
সেই মতো বেশ কয়েকজন ফাঁদে পা দেন। ছিলেন এক তরুণী। নতুন সম্পর্কের টানে কালীঘাট রোড এলাকায় পৌঁছন তিনি। তাঁকে মাদক সেবন করিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। তরুণীর আরও দাবি, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হত।ওই অভিযোগের ভিত্তিতে গল্ফগ্রিন থানার পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই ডেটিং অ্যাপ চালাত নাকি আরও অনেকে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা।