
স্টাফ রিপোর্টার : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠক করল কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম।বৈঠক শেষে ফিরহাদ বলেন, “যেহেতু কোভিড নেই, আমরা আশা করছি প্রায় ৩০ লাখ মানুষ গঙ্গাসাগরে আসবেন।এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি এসেছে, তাতে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি।
মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না। যদি এর মধ্যে ভারতে আবার কোভিড ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রের অ্যাডভাইজরি আসবে, তখন সেই অনুযায়ী আমাদের আবার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব বদলে নিতে হবে।”
ফিরহাদ আরও জানিয়েছেন, এবারের গঙ্গাসাগর মেলায় আগত পূন্যার্থীদের জন্য ‘সিঙ্গল টিকিটে’ গঙ্গাসাগর যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।