
সংবাদ সংস্থা : ইটভাটায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের।ঘটনাটি ঘটেছে বিহারের রক্সৌলে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রাক্সৌলের রামগড়ওয়া থানার নারিগির এলাকায় একটি ইটভাটায় বিষ্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় ৭ জনের।আহতের সংখ্যা এখনও গুণে শেষ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ২৪ জনের আহতের খবর পাওয়া গেছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
নিখোঁজ হয়েছেন প্রায় ২০ জন শ্রমিক। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, ১০ টি অ্যাম্বুলেন্স, একটি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নিখোঁজ শ্রমিকদের খোঁজ চালু হয়েছে।শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । প্রধানমন্ত্রীর দফতর থেকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।