আমরা অধিনায়ক পরিবর্তন করছি না, সেই বিষয়ে ধোনি সিদ্ধান্ত নেবে : চেন্নাই সিইও

সংবাদ সংস্থা : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে এবছর নিলামের তৃতীয় সর্বোচ্চ দামে কিনে নেয় চেন্নাই। ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে সুপার কিংস-এ খেলবেন বেন স্টোকস।বেন স্টোকসকে কেনার সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয় ক্রিকেটমহলে। তাহলে কি মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে ক্যাপ্টেন হিসেবে স্টোকসকে ভাবা হচ্ছে।
জল্পনা রসদ পাওয়ার আগেই তাতে জল ঢেলে দেন সিএসকে সিইও কাসি বিশ্বনাথন। অধিনায়কত্বের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বেন স্টোকস দলে আসায় ধোনি খুশি। আমাদের কাছে অধিনায়কের জন্য বিকল্প আছে। তবে আমরা অধিনায়ক পরিবর্তন করছি না। সেই বিষয়ে ধোনি সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের কোনও হাত নেই। মাহি ঠিক করবে, ও অধিনায়কত্ব করবে কিনা।
শুধু তাই নয়, ও যদি চায় অধিনায়কত্ব করবে না, তাহলে নতুন অধিনায়কের নাম ঘোষণা ওই করবে। এখনও টুর্নামেন্ট শুরু হতে অনেক সময় আছে। সুতরাং এখনই এই সব নিয়ে আমরা ভাবছি না।’