
স্টাফ রিপোর্টার : বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনে জয়ের পরই পড়ুয়াদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করে দেন মুখ্যমন্ত্রী। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত আটমাসে ১ হাজার ১০৫ কোটি টাকারও বেশি ঋণ অনুমোদন হয়ে গিয়েছে। মোট ৩৭ হাজারের বেশি পড়ুয়া ঋণ পেয়েছেন। নবান্ন সূত্রের খবর, এমাসেই আরও প্রায় ২১ হাজার পড়ুয়ার ঋণ অনুমোদন পেতে চলেছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে আরও ২১ হাজার পড়ুয়ার ঋণ অনুমোদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।