
অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডল, সাগর:
মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরি মোহন জাতুয়া নিখোঁজ। কিন্তু হঠাৎ করে তিনি নিখোঁজ। এমনই চাঞ্চল্যকর পোস্টার দেখা গেল সাগরের রুদ্রনগরসহ গঙ্গাসাগরের একাধিক এলাকায়। শুধু নিখোঁজের পোস্টার নয়, তিনবারের সাংসদ চৌধুরি মোহন জাতুয়ার যদি কেউ সন্ধান দিতে পারেন, তাহলে তাঁকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে পোস্টারে লেখা রয়েছে।
তবে এই পোস্টারের সৌজন্যে সাগর ব্লক বিজেপি চার নম্বর মণ্ডল যুব মোর্চা। বিজেপির পক্ষ থেকে এই পোস্টার মারা হয়েছে সাগরের রুদ্রনগর সহ বিভিন্ন এলাকায়। শুক্রবার সকালে সাগর এলাকার মানুষজন এমন পোস্টার দেখতে পান। জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।
মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে চুরি মোহন জাতুয়া জিতে তিনবার সাংসদ হয়েছেন।তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির কাজ নেই। তাই এই সমস্ত কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, মথরাপুর লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ চৌধুরি মোহন জাতুয়া অসুস্থ।
কিন্তু তাঁর সাংসদ তহবিল থেকে এলাকায় উন্নয়ন চলছে। তিনি প্রতি বুধবার আলিপুরের অফিসে বসেন। তবুও বিজেপি তাঁর নামে কুৎসা রটাচ্ছে।এ বিষয়ে বিজেপির মথরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট সাথী মিত্র বলেন,
পাঁচ বছরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরি মোহন জাতুয়াকে কোনও দিন এলাকায় দেখা যায়নি। তাই বিজেপির পক্ষ থেকে তাঁর নিখোঁজের পোস্টার পড়েছে। কয়েকদিন পর দেখা যাবে বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে।