খেলা

শতরান হাতছাড়া পন্থ, শ্রেয়সের, বাংলাদেশকে ৮৭ রানে লিড ভারতের

সংবাদ সংস্থা : বাংলাদেশকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শেষে মাত্র ৮৭ রানের লিড দিল ভারত।৩১৪ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭। শাকিবরা এখনও ৮০ রানে পিছিয়ে।শতরান হাতছাড়া করলেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ১০৪ বলে ৯৩ রান করে আউট হন ভারতের উইকেটকিপার ব্যাটার।‌

শতরান পেলেন না শ্রেয়সও। ১০৫ বলে ৮৭ রান করেন তিনি। ভারতীয় ওপেনাররা শুরুতেই ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারাও বেশি রান করতে পারেনি। ৯৪ রানে ৪ উইকেট হারায় ভারত। এরপর হাল ধরেন পন্থ, শ্রেয়স। পঞ্চম উইকেটে ১৫৭ রান যোগ করে এই জুটি। নিজের চেনা মেজাজেই খেলছিলেন ঋষভ। কিন্তু শতরানের দোরগোড়ায় তাঁকে ফিরিয়ে দেন মেহদী হাসান।

তার পরপরই ফিরে যান শ্রেয়স। বাকি ব্যাটাররা কেউ রান পায়নি। ৩১৪ রানে অলআউট হয়ে যায় ভারত। চারটে করে উইকেট নেন শাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। ব্যাট করতে নেমে মাত্র ছ’ওভার খেলার সুযোগ পায় বাংলাদেশ। বিনা উইকেটে ৭ রান তোলে। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান।

Related Articles

Back to top button
error: Content is protected !!