
সংবাদ সংস্থা : কিলিয়ান এমবাপেকে উপহাস করেই চলেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । ফাইনালের আগে থেকে শুরু হয়েছিল ফরাসি তারকাকে আক্রমণ। দেশে ফেরার পরেও সেই পরম্পরা চলছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স ৪-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে।
সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরাই। কাপ নিয়ে প্যারিসে ফেরার পরে মেসিকে গানের মাধ্যমে কটাক্ষ করা হয়েছিল। সেই কটাক্ষ, মেসিকে করা অপমান ভুলতে পারেননি মার্টিনেজরা। সেই জন্যই এবার এমবাপেকে উপহাস করেই চলেছেন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ।
তাঁকে নিয়ে সমালোচনা চললেও, অনেকেই মনে করছেন মেসিকে করা ফরাসিদের সেই অসম্মান এখনও ভুলতে পারেননি মার্টিনেজরা। সেই কারণেই চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার গোলকিপার কটাক্ষ করেই চলেছেন।