
স্টাফ রিপোর্টার : বড়দিনে কম থাকবে ঠান্ডার আমেজ। তামপাত্রা থাকবে ঊর্ধ্বমুখী।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কিন্তু, দেখা যাবে কুয়াশার দাপট। কুয়াশার চাদড়ে ঠাকা পড়বে দুই বাংলাই। সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গে।উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। মোটের উপর, ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেই বঙ্গোপসাগের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। সে কারণেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় হেরফের দেখতে পাওয়া যাবে।