খবররাজ্য

পেনশনভোগীদের জন্য এবার দুয়ারে ‘লাইফ সার্টিফিকেট’!

স্টাফ রিপোর্টার : প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট পাওয়া নিয়ে আর হয়রান হতে হবে না প্রবীণ নাগরিকদের। এবার থেকে লাইফ সার্টিফিকেট পৌঁছে যাবে দুয়ারেই। ব্যাঙ্কিং সেক্টরের প্রতিনিধিদের বৈঠকে এমনই প্রস্তাব রাখল রাজ্য সরকার।শুক্রবার নবান্নে, বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ উপদেষ্টা অমিত মিত্র।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক শেষে অমিত মিত্র বলেন, “কেওয়াইসি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সাধারণ মানুষকে এভাবে কেওয়াইসি নিয়ে হয়রান করা যাবে না। লাইফ সার্টিফিকেট ফর পেনশন প্রতি বছর দিতে হয়। বয়স্ক মহিলারা কি করে ব্যাংকে যাবেন? তাই আমরা বলেছি ডোর স্টেপে ব্যাঙ্কিং করতে।”

অমিত মিত্র প্রশ্ন তোলেন, ব্যাঙ্কের প্রতিনিধিরা কেন প্রবীণ গ্রাহকদের বাড়ি গিয়ে তথ্য যাচাই করেন না? তিনি জানান, ব্যাঙ্কের প্রতিনিধিদের কাছে তিনি অনুরোধ রেখেছেন, এ বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে। তাঁর মতে, এমন সিদ্ধান্ত হলে, তা অত্যন্ত বড় সিদ্ধান্ত হবে, পরবর্তীকালে অন্য রাজ্যও এই নীতি অনুসরণ করবেন বলে মনে করেন অমিত।

Related Articles

Back to top button
error: Content is protected !!