খবররাজ্য

নন্দীগ্রামে সমবায় নির্বাচন ঘিরে অশান্তি, ভোটে জয়ী তৃণমূল

স্টাফ রিপোর্টার : ১২টি আসনেই জিতে নন্দীগ্রামে ভেটুরিয়ায় কৃষি সমবায় সমিতির দখল নিল তৃণমূল।ভেটুরিয়া সমবায় সমিতিতে মোট ১২ টি আসন। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বাকি ১১টি আসনের জন্য শুক্রবার নির্বাচন হয়। মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে হয়।

৬টি আসনে প্রার্থী দেয় সিপিএমও।এদিন নির্বাচন ঘিরে বেলা ১১টা নাগাদ তৃণমূল ও বিজেপি সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। রীতিমতো রক্তারক্তি কাণ্ড শুরু হয়। তৃণমূলের অভিযোগ, ভোট দিতে বাধা দিচ্ছে বিজেপি।আর বিজেপির পালটা দাবি,বাধা আমরা নই, ওরাই ভোট দিতে দিচ্ছে না।

ওরা বরং আমাদের মারধর করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শুভেন্দু অধিকারীর গড়ে এই নির্বাচনে ঘাসফুলের ব্যাপক সাফল্য নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে চিন্তার।

Related Articles

Back to top button
error: Content is protected !!