খবরদেশ

দেশের প্রথম মুসলমান মহিলা যুদ্ধবিমান চালক হচ্ছেন সানিয়া

সংবাদ সংস্থা : উত্তরপ্রদেশের সানিয়া মির্জা গড়লেন বিরল নজির। হতে চলেছেন ভারতের প্রথম মুসলমান মহিলা যুদ্ধবিমান চালক। এনডিএ–তে মহিলাদের জন্য সংরক্ষিত ১৯টি আসনের মধ্যে সানিয়া দ্বিতীয় স্থান পেয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে সানিয়া এনডিএ পরীক্ষায় বসেন। তাঁর র‌্যাঙ্ক ছিল ১৪৯।দেহাত কোতোয়ালি থানার অন্তর্গত যশোভার গ্রামের বাসিন্দা সানিয়া।

এখন থাকেন মির্জাপুরে। বাবা শাহিদ আলি পেশায় টিভি মেকানিক। গ্রামের স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষা পাস করার পর তিনি উচ্চশিক্ষার জন্য মির্জাপুরে চলে যান। সেখানেই শুরু করেন প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন সানিয়া। স্বপ্ন ছিল একদিন বিমান চালাবেন। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।

তবে যুদ্ধবিমানের চালক হওয়ার জন্য তাঁকে প্রেরণা জোগান ভারতের প্রথম যুদ্ধবিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদী।আগামী ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের পুণে জেলায় এনডিএ আকাডেমিতে যোগ দেবেন সানিয়া। তিনিই হতে চলেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মুসলমান মহিলা যুদ্ধবিমান চালক।

Related Articles

Back to top button
error: Content is protected !!