খবররাজ্য

দমকলে নিয়োগে দুর্নীতি! প্যানেল বাতিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার : দমকল দফতরের অপারেটর নিয়োগের প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট।দমকল দফতরে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ২০৩ জন প্রার্থী। আদালতের কাছে তাঁরা অভিযোগ জানান, নিয়োগে অনিয়ম রয়েছে। তাঁদের অভিযোগ, অসংরক্ষিত প্রার্থীকে সংরক্ষণের তালিকায় নাম ঢোকানো হয়েছে।

তাছাড়া বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল। সেগুলি সমাধান না করেই নিয়োগ করা হয়েছে। এসবের পাশাপাশি, প্রার্থীদের অভিযোগ ছিল, অনেকেই একই নম্বর পেয়েছেন। তারপরে প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অনেককে বেশি নম্বর দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে প্যানেল বাতিল করার আর্জি জানান প্রার্থীরা।

প্রার্থীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নতুন প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। আগামী ২ মাসের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনকে নতুন প্যানেল প্রকাশ করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button
error: Content is protected !!