খবরজেলা

ক্যানিংয়ে আবাস যোজনাভুক্ত করতে ৪০০ জনের নাম জমা দিল বিজেপি

বিশ্ব সমাচার, ক্যানিং: আবাস যোজনা নিয়ে আন্দোলনে নামলেন ক্যানিং ১ ব্লক বিজেপি নেতৃত্ব। শুক্রবার দুপুরে ক্যানিং ১ মণ্ডলের সভাপতি মনোজ সরকারের নেতৃত্বে মিছিল সহকারে ক্যানিং ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর দাসের কাছে স্মারকলিপি প্রদান করেন বিজেপি নেতৃত্ব।

তাঁদের দাবি, প্রকৃত উপভোক্তা যেন আবাস প্রকল্পের সুবিধা পান। কারণ ইদানীং শাসকদলের লোকজন স্বজনপোষণ শুরু করে দিয়েছে। শাসকদলের স্থানীয় নেতৃত্বের পরিবারের একাধিক লোকজন সুবিধা পাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। সেগুলি বাতিল করতে হবে। যাতে প্রকৃত দরিদ্র উপভোক্তারা আবাস যোজনায় সুযোগ পান, সেই আবেদন জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

এদিন ক্যানিং ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর দাসের হাতে স্মারকলিপি এবং প্রায় ৪০০ জনের নামের তালিকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।এদিন স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যনেতা সঞ্জয় নায়েক, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সরদার, সহসভাপতি সঞ্জয় সিনহা,

সিত মণ্ডল, ক্যানিং পশ্চিম বিধানসভার আহ্বায়ক দিলীপ বৈদ্য, মণ্ডল সভাপতি মনোজ সরকার, প্রশান্ত বায়েন, নিবাস নস্কর, অনিল মণ্ডল সহ অন্যরা।মনোজবাবু বলেন, আমরা বিডিও সাহেবকে স্মারকলিপি এবং প্রায় চারশো উপভোক্তার নাম জমা দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে যদি আবাস যোজনায় কারচুপি হয়, তাহলে আমরা দীর্ঘতর আন্দোলনে নামতে বাধ্য হব।

Related Articles

Back to top button
error: Content is protected !!