খবররাজ্য

কোভিড নিয়ে এখনই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, মন্তব্য এইমস প্রধানের

সংবাদ সংস্থা : চিনের কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে গোটা দুনিয়ার। ফের কি একবার চোখ রাঙাবে করোনা।ভারতেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। বড়দিন, নিউ ইয়ারের মুখে কোভিড পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে সেই সময় সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়া।

রণদীপ গুলেরিয়া বলেন, “দেশে সেভাবে কোথাও কোভিড বাড়ছে না। কিন্তু, আমাদের নজরদারি চালাতে হবে। সব জায়গায় নজরদারির প্রয়োজন রয়েছে যাতে কোনও অংশে যদি কোভিড বাড়ে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায়

এবং টেস্ট করার উপর জোর দিতে হবে যাতে নতুন কোনও ভ্যারিয়্যান্ট এলে তার হদিশ পাওয়া যায় ও তা ছড়িয়ে পড়া ঠেকানো যায়।” মোটের উপর এখনই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই মন্তব্য করেছেন এই বিশেষজ্ঞ।

Related Articles

Back to top button
error: Content is protected !!