Uncategorized

আবাসে নাম নেই, পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ পাথরপ্রতিমায়

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: আবাস যোজনায় নামের তালিকাকে কেন্দ্র করে বৃহস্পতিবারের মতো শুক্রবারও বিক্ষোভ প্রদর্শন হল পাথরপ্রতিমায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ এসে প্রধানকে বিক্ষোভের হাত থেকে রক্ষা করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলান্টিয়াররা আবাস যোজনায় ৭০৬ জনের নামের তালিকা তৈরি করেছিলেন। কিন্তু সেই তালিকায় নামের সংখ্যা বাড়িয়ে ১০৯৫ জন করা হয়েছে। বর্ধিত তালিকায় পাকা বাড়ির মালিক, ট্রলারের মালিক, সঙ্গতিসম্পন্ন মানুষ এবং চাকরিজীবীদের নামও রাখা হয়েছে। অথচ আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের নাম বাদ গিয়েছে।

যার জন্য এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। বিষয়টি প্রধানকে জানানো হলে তিনি এর কোনও উত্তর দিতে পারেননি।”এ বিষয়ে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎকুমার বর্মন জানান, “গ্রাম পঞ্চায়েত অফিসে কোনও ঘটনা ঘটেনি।” তবে পাথরপ্রতিবার বিধায়ক সমীরকুমার জানা জানান, “গত পঞ্চায়েত নির্বাচনে টসে জিতে তৃণমূল কংগ্রেসের প্রধান হয়েছে এবং উপপ্রধান হয়েছে কংগ্রেস এবং সিপিএমের জোটের পক্ষ থেকে।

তাই ওখানে এতদিন পর্যন্ত তিনটি দল মিলে নিরপেক্ষভাবে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম করছে। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তাই রাজনৈতিক ফায়দা লুটবার জন্য কয়েকজন অঘটন ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা চলে যান। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে।” তাছাড়া কংগ্রেস সিপিএম জোট এবং তৃণমূল কংগ্রেস নিরপেক্ষভাবে ওই গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকা তৈরি করেছে বলে বিধায়ক জানান।

Related Articles

Back to top button
error: Content is protected !!