
স্টাফ রিপোর্টার: নতুন বছরে বঙ্গেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ট্রেনটি চলবে। বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের গতি কতটা হবে, সেটা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, বিকেলের দিকে হাওড়া থেকে রওনা দিয়ে রাতের মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে ট্রেনটি। মাঝে একমাত্র মালদহ স্টেশনে দাঁড়াবে। কিন্তু সপ্তাহে ক’দিন চলবে, কখন ছাড়বে বা ভাড়া কত হবে তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি।