কলকাতাখবররাজ্য

ই-চালানে এবার ইউপিআই কোডেই মেটানো যাবে জরিমানা

স্টাফ রিপোর্টার: স্পট ফাইনে এবার ইউপিআই কোডেই মেটানো যাবে টাকা।ট্রাফিক পুলিশের সূত্র জানিয়েছে, এখন জোড়াবাগান, হাওড়া ব্রিজ, সাউথ ও হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড ও সঙ্গে ইস্ট ট্রাফিক গার্ডের একটি অংশে ই-চালান চালু হয়েছে। ওই গার্ডগুলির সার্জেন্টরা ই-চালানের যন্ত্র হাতে নিয়েই শুরু করেছেন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ট্রাফিক কর্তাদের মতে, যে ট্রাফিক গার্ডগুলি জরিমানার ক্ষেত্রে ই-চালান দেয়, তাদের ক্ষেত্রে অনলাইনে ট্রাফিক জরিমানা নেওয়া সহজ। তাই লালবাজারের পরিকল্পনা অনুযায়ী, ই-চালান যন্ত্রের সঙ্গেই চালু করা হচ্ছে ইউপিআই কোডের ব্যবস্থা। সার্জেন্টের মোবাইলের মাধ্যমেও এই কোড ব্যবহার করা হতে পারে।

কেউ জরিমানা দিতে চাইলে সার্জেন্টের ইউপিআই কোড স্ক্যান করলেই গাড়ির চালক বা মালিকের একাউন্ট থেকে সরকারি তহবিলে চলে যাবে জরিমানার টাকা। তবে তার জন্য আরও প্রযুক্তির সাহায্য নিতে হবে। ই-চালান যন্ত্রের সঙ্গে ইউপিআই কোডের লিংক বা সামঞ্জস্য রাখতে হবে। এবার সেই কাজই শুরু করতে চলেছে লালবাজার।

Related Articles

Back to top button
error: Content is protected !!