জেলা

পুলিশ পরিচয় দিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির কিনারা, ধৃত ৬

বিশ্ব সমাচার, বিষ্ণুপুর: অটোর সূত্র ধরে ডাকাতির কিনারা করল বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতির সামগ্রী। গত পয়লা ডিসেম্বর গভীর রাতে বাড়ির একতলা বাড়ির দরজার কলাপসেবলের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে ডাকাতদল।

দরজা ভাঙার শব্দ শুনে ঘরের বাইরে আসতেই সুমন মণ্ডলের (পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) মাথায় বন্দুক ঠেকিয়ে সোনা, নগদ টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকার ডাকাতি করে চম্পট দেয় ডাকাতদল। ডাকাতদের প্রত্যেকের মুখ বাঁধা ছিল রুমাল দিয়ে।

বাড়ির সমস্ত লাইট অফ করে দেয়। পরে পুলিশ তদন্ত নেমে গ্রেফতার করে ডাকাতদলের ছ’জনকে। আজ ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।

Related Articles

Back to top button
error: Content is protected !!