
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সরদার পাড়ায় পানীয় জলের পাইপ পাতার কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে পানীয় জলের জন্য একটি প্রকল্পের উদ্বোধন হয়েছিল বারুইপুরে।
এখন বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে প্রতিটি পঞ্চায়েত এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ হচ্ছে। প্রায় ৮০ ভাগ পানীয় জলের পাইপ লাইনের কাজ হয়ে গিয়েছে। দু’-তিন মাসের মধ্যে অথবা পঞ্চায়েত ভোটের আগেই যাতে পানীয় জল পৌঁছে যায়, সেজন্য কাজ চলছে বলে দাবি করা হয়েছে।