জেলা
ডায়মন্ড হারবারে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ৪

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: সরকারি জায়গায় অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর মোড়ে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর মোড়ের পাকা রাস্তার পাশে খালের উপর অবৈধ নির্মাণ করছিল এলাকারই বাসিন্দা ইনামুল মির। এই ঘটনায় মঙ্গলবার আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন পুনরায় কুলেশ্বর মোড়ে অবৈধ নির্মাণকাজ শুরু করে এনামুল মির।
খবর পেয়ে ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছলে পুলিশের ওপর চড়াও হয় ইনামুল মিরের লোকজন। ঘটনাস্থলে ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক মিতুনকুমার দের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।