Tuesday, April 23, 2024
spot_img
HomeUncategorized৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

সংবাদ সংস্থা : করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড।ঘরের মাটিতে তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল পাকিস্তান।

৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

ম্যাচ জিততে চতুর্থ দিনে ৫৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। দুই অপরাজিত ব্যাটার স্টোকস এবং ডাকেট দ্রুত রান তুলতে শুরু করেন । মাত্র ৬৭ বল খেলেই লক্ষ্য মাত্রায় পৌঁছে যায় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ৮২ রান করেন ডাকেট। অধিনায়ক স্টোকস ৪৩ বলে ৩৫ রান করেন।

৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩৫৪ রান করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দেন জ্যাক লিচ এবং রেহান আহমেদ। সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন লেগ স্পিনার রেহান।

৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

ইংল্যান্ডের জেতার লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১৬৭ রানের। তৃতীয় দিনের শেষ বিকেলে এই রান তুলতে আগ্রাসী মেজাজে শুরু করেন জ্যাক ক্রলি ও ডাকেট। অনেকটা টি-২০ মেজাজে খেলতে থাকেন তাঁরা। আবরার আহমেদের লেগ স্পিনে ফেরার আগে ৪১ বলে ৪১ করেন ক্রলি।

৮ উইকেটে জয় ইংল্যান্ডের, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

ডাকেট ৩৮ বলেন অর্ধশতরান করেন। রেহানকে তিনে নামায় ইংল্যান্ড। অধিনায়ক স্টোকস নামেন চারে। আলো কমে যাওয়ায় তৃতীয় দিনে আর খেলা শেষ করা যায়নি। চতুর্থ দিনের শুরুতে জয়ের রান তুলে ফেলেন স্টোকস-ডাকেট।

Most Popular