Thursday, April 25, 2024
spot_img
Homeজেলানবান্নে বৈঠকের আগে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

নবান্নে বৈঠকের আগে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

বিশ্ব সমাচার, গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে এলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি মঙ্গলবার বেলা ১০টা নাগাদ কাকদ্বীপের লট নম্বর -৮ ঘাটে পৌঁছন। এরপর মুড়িগঙ্গা নদীর পলি তোলার কাজের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের মাঠে পৌঁছন। এদিন তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

নবান্নে বৈঠকের আগে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

সাগরতটের ভাঙন রোধে টেট্রাপট পদ্ধতিতে নদী বাঁধ মেরামতের কাজও তিনি পরিদর্শন করেন। এছাড়াও মন্ত্রী মেলার সামগ্রিক প্রস্তুতিও খতিয়ে দেখেন। বুধবার নবান্নে আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। এই বৈঠকে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব সহ মেলার পরিকাঠামো ও পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন।

নবান্নে বৈঠকের আগে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

এছাড়াও এই বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। এবিষয়ে সেচ মন্ত্রী বলেন, আগামী ৫ই জানুয়ারির মধ্যে লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া ও নামখানা থেকে বেনুবন পয়েন্টের মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শেষ হয়ে যাবে।

নবান্নে বৈঠকের আগে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

তবে আগামী ১০ই জানুয়ারি মেলা শুরুর ঠিক আগে, ২৬শে ডিসেম্বর ও ৬ই জানুয়ারি দুটি ভরা কোটালের জেরে সাগরতটে জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে, সেচ দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে, মন্ত্রী জানান।

Most Popular